Mr. M. Kamal Hossain, Managing Director, Southeast Bank Ltd. and Mr. Md. Serajul Islam, CEO of ERA-InfoTech Limited. signed an agreement for Agent Banking Software to promote financial inclusion throughout the country in the presence of Mr. Nafees Khundker, Director of ERA-InfoTech Limited.
At the time of signing the agreement, Mr. Md. Habibur Rahman, Additional Managing Director, Mr. Anwar Uddin, Deputy Managing Director, and Mr. Kazi Azizur Rahman, Deputy Managing Director of SEBL and Mr. A.S.M. Nurun Nabi, CMO, Mr. Mohsin Kobir, Sr. AGM of ERA along with their high officials were present in the program.
দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তিকরন বাস্তবায়নে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ইরা ইনফোটেক লিমিটেড এর মধ্যে ঢাকার একটি স্থানীয় হোটেলে এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় । ইরার পরিচালক জনাব নাফিস খন্দকার এর উপস্থিতিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. কামাল হোসেন ও ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ার উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কাজী আজিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ইরার পক্ষ থেকে এএসএম নুরুন নবী, চীফ মার্কেটিং অফিসার, মহসিন কবির, সিনিয়র এজিএম সহ সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও ইরা ইনফোটেক লিমিটেডের এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ।